English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০২১ ১৯:৩৬

মাছের সাথে এ কেমন শত্রুতা!

অনলাইন ডেস্ক
মাছের সাথে এ কেমন শত্রুতা!

বরিশালের গৌরনদী উপজেলায় ঘেরে বিষ প্রয়োগ করে ব্যবসায়ী রতন হালদারের মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘের মালিক রতন হালদার জানান, মঙ্গলবার সকালে মাছের ঘেরে খাবার দিতে গিয়ে দেখেন বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। প্রতিপক্ষের লোকজন বিষ দিয়ে ঘেরের মাছ হত্যা করতে পারে বলে সন্দেহ করছেন তিনি।

ঘেরে বিষ প্রয়োগে তার লক্ষাধিক টাকা মূল্যের মাছ মারা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান ভুক্তভোগী ঘের মালিক। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।