English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০২১ ১৬:১৫

চোর চেনে না পুলিশ, মেম্বার, যুবলীগ নেতা!

অনলাইন ডেস্ক
চোর চেনে না পুলিশ, মেম্বার, যুবলীগ নেতা!

ময়মনসিংহের নান্দাইলে বেড়েছে মোটরসাইকেল চোর। সোমবার রাতেও পৌরসভার এক বাসা থেকে তিনটিসহ মোট চারটি চুরির ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা, ইউপি সদস্য ছাড়াও দুই এনজিও কর্মকর্তার মোটরসাইকেল রয়েছে। এ ঘটনার প্রায় দুই মাস আগে পৌরসভার একটি বাসা থেকে থানার এক দারোগার মোটরবাইক চুরি হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজারের অদূরে বাবার মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল ছেলে আবু হানিফ। এ সময় কুয়াশার মধ্যে পাঁচ-ছয়জনের একটি চক্র হানিফকে ছুরি দেখিয়ে মোটরসাইকেলের চাবি নিয়ে যায়। 

অন্যদিকে একই রাতে নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা মহল্লায় যুবলীগ নেতা আবু ব্ক্কর সিদ্দিক পিন্টুর বাসভবন থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। পিন্টু জানান, সোমবার রাতে নিজের মোটরসাইকেল এবং ভাড়াটিয়াদের দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। মূল ফটকের তালা ভেঙে চুরি করা হয়েছে। 

জানা যায়, গত ১৭ নভেম্বর নান্দাইল থানার উপপরিদর্শক মো. ফজিকুল ইসলামের ভাড়া বাসা থেকে নিজের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। কিন্তু গত দুই মাসেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই তদন্তে নামবে পুলিশ।