English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০২১ ১৬:২৭

নেত্রকোনায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
নেত্রকোনায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় আজ সোমবার সকালে  ঝুলন্ত অবস্থায় রওশন আরা (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানাা পুলিশ।নিহত উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের আলাল উদ্দিনের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রওশন আরা কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিলেন। আজ সোমবার সকাল ১০টার দিকে তাকে খোজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর এক ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।  

পুর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

বিজয় দাস