English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০২১ ২১:১৩

মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোংলায় ইয়াবাসহ মাহাদী আমিন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. এম মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে দিগরাজ বাজার সংলগ্ন ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় ওই এলাকায় মাদক ব্যবসায়ী মাহাদী আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা উদ্ধারসহ তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

আটক মাহাদী দিগরাজের মো. ইব্রাহিমের ছেলে। তাকে রাতেই মোংলা থানা পুলিশে সোপর্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে মাহাদীকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।   কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।