English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০২১ ১৭:৪৫

রংপুরে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ১ হাজার ২৭৩ ঘর

অনলাইন ডেস্ক
রংপুরে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ১ হাজার ২৭৩ ঘর

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিবর্ষে প্রধানমন্ত্রীর উপহার জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রংপুরে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আশ্রয়ণ প্রকল্প-২ এর কার্যক্রম তুলে ধরেন জেলা প্রশাসক আসিব আহসান।

তিনি জানান, রংপুর জেলার ৮ উপজেলায় ভূমি ও গৃহহীনদের জন্য ১ হাজার ২৭৩টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৮১৯টি ঘর আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। চলতি মাসের মধ্যে বাকি ঘরের নির্মাণ কাজ সমাপ্ত হবে। ঘর নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২১ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার টাকা।  সংবাদ সম্মেলনে রংপুরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।