English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০২১ ১৭:৪০

নেত্রকোনায় নগর পরিকল্পনায় আলোচনা সভা

অনলাইন ডেস্ক
নেত্রকোনায় নগর পরিকল্পনায় আলোচনা সভা

নেত্রকোনায় পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নে জনগণের করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে জনউদ্যোগ এই আলোচনা সভার আয়োজন করে। 

এতে সাধারণের মুখোমুখি হন পৌর মেয়র নজরুল ইসলাম খান। জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় পৌর ভোটার সহ তরুণ প্রজন্ম অংশ নেন। 

এসময় ৩৬ কোটি টাকা ব্যয়ে মগড়া নদীর পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধিকরণ কার্যক্রম ইতিমধ্যেই হাতে নেয়া হয়েছে বলে জানান পৌর মেয়র। এছাড়াও জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সরকারি পুকুরে ওয়াক ওয়ে সহ পুকুরে শিশুদের জন্য প্যাডেল বোট থাকবে বলে জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাংবাদিক আলপনা বেগম, এ কে এম আব্দুল্লাহ, কামাল হোসাইন, সাংস্কৃতিক কর্মী শিল্পী ভট্টাচার্যসহ অন্যরা।