English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২১ ১৮:০১

গৌরনদীতে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
গৌরনদীতে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সহস্রাধিক অসহায়-দুঃস্থ মানুষের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে। নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে এসব বিতরণ করা হয়। 

ওই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল এলাকায় রবিবার দিনভর সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার এবং নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তারসহ অন্যান্যরা। 

এ সময় অন্যান্যের মধ্যে বেসরকারী সংস্থা পল্লী উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক দিলীপ কুমার দাস, আওয়ামী লীগ নেতা আ. আহাদ মিঞা, সমাজকর্মী বিল্টু রঞ্জন সাহা, আশিষ দাস, সুমন চন্দ্র মালো প্রমুখ উপস্থিত ছিলেন।