English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২১ ১৬:১২

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় নিহত ১

অনলাইন ডেস্ক
আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় নিহত ১

বগুড়ার আদমদীঘিতে আবু বক্কর (৫০) নামের এক রাজমিস্ত্রী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে। নিহত আবু বক্কর উপজেলা সদরের ডহরপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা সদরের ডহরপুর গ্রামের রাজমিস্ত্রী আবু বক্কর গত শনিবার রাত আনুমানিক ৮টার দিকে আদমদীঘি বাজার থেকে বাড়ি ফেরার পথে ছাতিয়ানগ্রাম সড়কে ডহরপুর রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত আবু বক্করকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান ট্রাকটি আটকের চেষ্টা চালানো হচ্ছে।