English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২১ ১৬:০৫

ঠাকুরগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ীকে ১০ বছরের জেল

অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ীকে ১০ বছরের জেল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়।

জানা যায়, এএসপি সার্কেল তোফাজ্জল হোসেন ও থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবালের নেতৃত্বে শনিবার রাতভর অভিযান চালিয়ে পৌর শহরের ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে লুৎফর রহমানের মেয়ে মাদক সম্রাজ্ঞী ববিতাকে গ্রেফতার করা হয়। পৃথক দু’টি মাদক মামলার একটিতে তাকে ৬ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অপর মামলায় ১০ বছর জেল ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলার রসুনপুর গ্রামে কলিম উদ্দীনের ছেলে বানু শেখকের গ্রেফতারি পরোয়ানা থাকায় ও ৯৯৯ নাম্বারে কল করায় বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার সামশুলের ছেলে মাসুদকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, মাদক, জুয়ার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ উপজেলায় শান্তি-শৃংঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে রাত-দিন কাজ করে যাচ্ছে।