English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২১ ১৪:২৫

গাজীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
গাজীপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর সদর থানার পূর্ব শ্রীরামদী গ্রামের মৃত জাহাংগীর হোসাইনের ছেলে সাগর হোসাইন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার আমোদাবাদ গ্রামের মৃত সুদন দাশের ছেলে কানাই দাশ (৪০)।

র‌্যাব ১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে গাঁজার একটি বড় চালান হবিগঞ্জ থেকে গাজীপুরের টঙ্গীতে যাচ্ছে। পরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার এবং তাদের ব্যবহৃত একটি ট্রাক, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশী/বিদেশী মাদক আমদানি করে পিকআপ যোগে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।