English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ২২:৪৮

সাঁথিয়ায় আওয়ামী লীগ প্রার্থী বাচ্চু নির্বাচিত

অনলাইন ডেস্ক
সাঁথিয়ায় আওয়ামী লীগ প্রার্থী বাচ্চু নির্বাচিত

পাবনার সাঁথিয়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম মিল্লক। পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি আরো জানান, দিনভর পাবনার সাঁথিয়া পৌরসভায় ভোট গ্রহণ করা হয়েছে। এই পৌরসভায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি। কোন প্রার্থীও আমাদের নিকট অভিযোগ করেনি। নির্বাচনের ফলাফলে আওয়ামীলীগের প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু নৌকা প্রতীকে ১৬ হাজার ৯৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সিরাজুল ইসলাম মল্লিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০ ভোট।