English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ২২:৪৭

মোংলা পোর্টে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

অনলাইন ডেস্ক
মোংলা পোর্টে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বিএনপিসহ দুই মেয়র প্রার্থী ও ৩২ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে এবারই প্রথম মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। শেখ আব্দুর রহমান ১২ হাজার ১২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট বর্জনকারী দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র জুলফিকার আলী পেয়েছেন মাত্র ৫৯২ ভোট এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী মোকছেদুর রহমান গামা পেয়েছেন মাত্র ৩৩ ভোট।

এ ছাড়া কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত কবির হোসেন, শরিফুল ইসলাম, বাহাদুর মিয়া, শফিকুর রহমান, শরিফুল ইসলাম, জি,এম আল-আমিন, হুমায়ূন হামিদ নাসির, সরোয়ার হোসেন ও মজনু গাজী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জাহানারা চানু, জোহরা বেগম ও শিউলি আকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের রিটাংনিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ ভোট গণনা শেষে রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।