English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ২২:৪৬

নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীর জয়

অনলাইন ডেস্ক
নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থীর জয়

হবিগঞ্জ জেলা নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভায় বিএনপি প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। নবীগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী (ধান) পেয়েছেন ৫ হাজার ৭শ ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেল (নৌকা) পেয়েছেন ৫ হাজার ৪শ ৮৫ ভোট। 

মাধবপুর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান মানিক (ধান) পেয়েছেন ৫ হাজার ৩২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী পংকজ কুমার সাহা পেয়েছেন (নারিকেল গাছ) ৪ হাজার ১শ ৮৫ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্রীধাম দাসগুপ্ত (নৌকা) ৬শ ৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।  

এদিকে, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে হঠাৎ করেই গতকাল মধ্যরাতে উত্তপ্ত হয়ে উঠে হবিগঞ্জের নবীগঞ্জ শহর। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের গয়াহরি এলাকায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেল ও তার কর্মী সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায় বিএনপি’র প্রার্থী ও তাদের কর্মী সমর্থকেরা। এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী রাহেলসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।