English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ২২:৪৫

কুলিয়ারচরে নৌকার প্রার্থী মহসিন জয়ী

অনলাইন ডেস্ক
কুলিয়ারচরে নৌকার প্রার্থী মহসিন জয়ী

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সৈয়দ হাসান সারওয়ার মহসিনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এ পৌরসভার মোট ১২টি ভোটকেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ হাসান সারওয়ার মহসিন পেয়েছেন ১৩ হাজার ২৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নূরুল মিল্লাত পেয়েছেন ৪ হাজার ২৯০ ভোট।

এ পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ১৪৩ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭ হাজার ৫৭১ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৮টি। বৈধ ভোটের সংখ্যা ১৭ হাজার ৫৩৩টি। উল্লেখ্য, ব্যাপক অনিয়ম, কারচুটি, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূরুল মিল্লাত আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জণের ঘোষণা দেন।