English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ২২:৪৩

মাগুরায় আওয়ামী লীগ প্রার্থীর জয়

অনলাইন ডেস্ক
মাগুরায় আওয়ামী লীগ প্রার্থীর জয়

মাগুরা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খুরশীদ হায়দার টুটুল ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইকবাল আখতার খান কাফুর পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মশিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৩৪৫ ভোট। ইভিএম পদ্ধতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে খুরশীদ হায়দার টুটুল দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

মাগুরার একমাত্র এ পৌরসভার মূল ভোটার সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন। কেন্দ্রের সংখ্যা ছিল ৩৫টি। কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে আসিফ আল আসাদ মেলিন, ২ নম্বর রেজাউল ইসলাম, ৩ নম্বর লিয়াকত হোসেন, ৪ নম্বর মকবুল হাসান মাকুল, ৫ নম্বর জাহিদুল ইসলাম, ৬ নম্বর আব্দুল কাদের গণি মোহন, ৭ নম্বর সাকিবুল হাসান তুহিন, ৮ নম্বর আশুতোষ সাহা, ৯ নম্বর আবু রেজা নান্টু। সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন ১, ২, ৩, সবেতারা বেগম, ৪, ৫, ৬ সুরাইয়া আক্তার ও ৭, ৮,৯ মনিরা বেগম শাবানা নির্বাচিত হয়েছেন।