English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ২২:৪৩

গাংনীতে আওয়ামী লীগের আহম্মেদ আলী জয়ী

অনলাইন ডেস্ক
গাংনীতে আওয়ামী লীগের আহম্মেদ আলী জয়ী

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে ৯ হাজার ৪শ ৬০ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আহম্মেদ আলী (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (জগ) পেয়েছেন ২ হাজার ৬শ ৫১ ভোট। বিএনপির প্রার্থী আসাদুজ্জামান বাবলু (ধানের শীষ) পেয়েছেন ৪শ ৮৮ ভোট,  বাংলাদেশ ইসলামী আন্দোলনের আবু হুরায়রা (হাতপাখা) পেয়েছেন ২শ ৩০ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম (বর্শী) ৫৭ ভোট পেয়েছেন।

শনিবার রাত ৮টায় সহকারী রির্টানিং অফিসার ও গাংনী উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ নির্বাচন তথ্য কেন্দ্র থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ২নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে সামিউল ইসলাম, ৪নং ওয়ার্ডে আছেল উদ্দীন, ৫নং ওয়ার্ডে আতিয়ার রহমান, ৬নং ওয়ার্ডে নাসির উদ্দীন, ৭নং ওয়ার্ডে মকসেদ আলী, ৮নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে রাশিদুল ইসলাম। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ফিরোজা খাতুন, ঝর্না বেগম ও সাজেদা খাতুন জয়লাভ করেন।