English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২১ ২০:১৬

নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

অনলাইন ডেস্ক
নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আমিনুর রশিদ সুজন নৌকা প্রতীকে ৮ হাজার ৮৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক পেয়েছেন ৫৮৫ ভোট। মোট ভোট কাস্ট হয়েছে ১০ হাজার ২৫০ ভোট। বাতিল হয়েছে ৯টি ভোট। 

নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল মান্নান (হাতপাখা) পেয়েছেন ৪০২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলফাজ উদ্দিনের ভাতিজা ইমরান আহমেদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৩ ভোট। 

কোনো প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মনোহরদী পৌরসভায় মোট ভোট ১৩ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫৮০ জন, নারী ভোটার ৭ হাজার ২১৮ জন। নির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি বুথে ভোটগ্রহণ করা হয়। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩০ জন প্রার্থী কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।