English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২১ ২২:১৫

কালিয়াকৈরে ফেনসিডিল ও গাঁজাসহ ২ যুবক আটক

অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে ফেনসিডিল ও গাঁজাসহ ২ যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফেনসিডিল ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার গোয়ালবাথান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-টাঙ্গাইলের ঘাটাইল থানার টানকরাকৈর এলাকার চাঁন মিয়ার ছেলে হাফিজুর রহমান (৩৪) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল হাসান (২১)।

জানা গেছে, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে ফেনসিডিলের একটি বড় চালান দিনাজপুর হতে গাজীপুরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে র‌্যাব সদস্যরা তাৎক্ষণিক উপজেলা কালিয়াকৈর গোয়ালবাথান এলাকার মেসার্স তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এসময় হাফিজুর রহমান ও রাকিবুল হাসানকে ৩০৮ বোতল বিদেশি ফেনসিডিল, ২ কেজি গাঁজাসহ র‌্যাব সদস্যরা আটক করে। পোড়াবাড়ী ক্যাম্প, র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।