English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২১ ২১:৪৮

খানসামায় ৭ জুয়াড়িকে জেল ও জরিমানা

অনলাইন ডেস্ক
খানসামায় ৭ জুয়াড়িকে জেল ও জরিমানা

জুয়া খেলার অপরাধে দিনাজপুরের খানসামায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নৈশ প্রহরীসহ সাতজনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দিবাগত রাত ১১টার পর খানসামা বাজার এলাকায় জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম ও ওসি শেখ কামাল হোসেনের নেতৃত্বে জুয়াড়িদের আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের জেল ও ১০০ টাকা করে জরিমানা করেন।  আটক ব্যক্তিরা হলেন-খানসামা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের নৈশ প্রহরী গোবিন্দপুর গ্রামের মুন্সিপাড়া এলাকার দেলোয়ার হোসেন মুন্সী (৫৫), গোবিন্দপুর গ্রামের মুন্সিপাড়ার সফিকুল ইসলাম (৪৫), আমু হোসেন (৪৫), শাসুদ্দিন (৬০), লিয়াকত আলী (৫৫) এবং গোবিন্দপুর গ্রামের হলদিপাড়ার ওবাইদুল (৩২) ও শাহিনুর (৩০)। 

এ বিষয়ে খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা প্রদানের পর সকলকে জেল হাজতে পাঠানো হয়েছে।