English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২১ ১৫:১৪

রাজধানীতে মাদক দ্রব্যসহ ৬৩ জন আটক

অনলাইন ডেস্ক
রাজধানীতে মাদক দ্রব্যসহ ৬৩ জন আটক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মাদক দ্রব্যসহ ৬৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩৮২টি ইয়াবা, ৪২ গ্রাম ৫২০ পুরিয়া হেরোইন, ৫২৫ বোতল ফেনসিডিল ও ৫১ কেজি ৮৫০ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। ডিসি মো. ওয়ালিদ হোসেন আরও জানান, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।