English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২১ ১১:২২

দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

অনলাইন ডেস্ক
দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। আজ বৃহস্পতিবার সকালে জেলার বদলগাছী আবহাওয়া অফিস জানায়, বুধবারও সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল এ জেলায়।

গতকাল বুধবার (১৩ জানুয়ারী) সারাদিন সূর্যের দেখা মেলেনি। তবে আজ বৃহস্পতিবার কিছুটা রোদ উঠতে পারে। তবে শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়া থাকবে বলে জানা গেছে।

জেলায় মধ্যরাত থেকেই মাঝারি শৈত্যপ্রবাহ বইছে জেলাজুড়ে। দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিনই তাপমাত্রা কমছে।