English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০২১ ১৪:৪৯

রৌমারীতে দেখা নেই সূর্যের, ভালো নেই শ্রমজীবী মানুষ

অনলাইন ডেস্ক
রৌমারীতে দেখা নেই সূর্যের, ভালো নেই শ্রমজীবী মানুষ

কুড়িগ্রামের রৌমারীতে গত কয়েক দিনের ঘনকুয়াশা ও ঠান্ডার কারণে ভালো নেই শ্রমজীবী মানুষ গুলো। দেখা যাচ্ছেনা সূর্যের আলো। বাইরে কাজ করতে পারছেনা শ্রমজীবী মানুষ গুলো।

পাশাপাশি বৃদ্ধ ও শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তবে জানুয়ারীতে সারা দেশে একাধিক শৈত্য প্রবাহ ও মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ আসব বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলাগুলোর উপর দিয়ে মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এমতাবস্থায় রৌমারী উপজেলার খেটে খাওয়া মানুষরা পড়েছে চরম দূর্ভোগে। তাদের কাজকর্ম নেই, ঘরে খাবার সংকট, শীতের কাপড়ের জন্য কষ্ট করছে শতশত পরিবার।

নতুন বন্দর গ্রামের পাথর ভাঙ্গা শ্রমিক রহিম মিয়া বলেন, গত কয়েক দিনের ঠান্ডা ও ঘন কুয়াশায় ঘর থেকে বের হতে পারছিনা। কাজও বন্ধ রয়েছে। ঘরে খাবার সংকট। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি ভাবে শীত বস্ত্র পাইনি।

উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আজিজুর রহমান জানান, ইতোমধ্যে প্রথম পর্যায়ে ২ হাজার ৭৬০টি কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরো ৬ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি তা দিয়ে ২১০০ কম্বল কিনে পর্যায়ক্রম বিতরণ করা হচ্ছে।