English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০২১ ১৪:৩২

জেলা পরিষদের চেয়ারম্যানের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

অনলাইন ডেস্ক
জেলা পরিষদের চেয়ারম্যানের অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া বাজারের সড়কের পাশে পাউবোর প্রবহমান খাল অবৈধভাবে জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান তার একান্ত সহকারীকে লিজ দিয়ে ইমারত নির্মাণ করেন। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নির্মাণ সামগ্রী জব্দ করেছে।

জানা যায়, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বেআইনি ভাবে উপজেলার পানপাড়া বাজারের সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রবহমান খালের উপর কোটি টাকা মূল্যের জায়গা জেলা পরিষদের উল্লেখ করে চেয়ারম্যানের একান্ত সহকারী সায়েমকে লিজ দেয়। পরে সায়েম সে জায়গায় দোকান ঘর নির্মাণ করে। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদ সোমবার বিকেলে নির্মাণাধীন দোকান উচ্ছেদ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করে শত শত দোকান ও নানা স্থাপনা নির্মাণ করেছেন। যে হারে সরকারি জায়গা দখল হচ্ছে, তাতে আগামী দু-এক বছরের মধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদের নামে কোন জায়গার অস্তিত্ব রামগঞ্জে খুঁজে পাওয়া যাবে না।  

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছ, পাউবোর জায়গা জেলা পরিষদের লিজ দেওয়ার এখতিয়ার নেই। দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এর আগে কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেয়া হলেও রহস্যময় কারণে উচ্ছেদের ফাইল উধাও হয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন রশিদ জানান, পাউবোর জায়গা লিজ দেওয়ার এখতিয়ার জেলা পরিষদের চেয়ারম্যানের নেই। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ আছে অবৈধ স্থাপনা উচ্ছেদের। তাই কে অবৈধ দখলদার তা আমাদের দেখার বিষয় নয়।