English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০২১ ১২:২৮

কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, অতঃপর...

অনলাইন ডেস্ক
কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, অতঃপর...

ঢাকার ধামরাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক কবিরাজের নাম সালাম খোলজার (৪৫)। তিনি চৌহাট দক্ষিনপাড়া এলাকার মৃত ওয়ারেছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ওই এলাকার এক গৃহবধূ মঙ্গলবার কবিরাজের কাছে চিকিৎসা সেবা নিতে গেলে কবিরাজ তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার পর মরদেহ গুম করারও হুমকি দেন। পরে ওই গৃহবধূ রাতেই ধামরাই থানায় উপস্থিত হয়ে ওই কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ বুধবার সালামকে আটক করে।  ধামরাইয়ের কাওয়ালীপড়া পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক আবু সাঈদ বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।