English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ২১:২০

বীরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
বীরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত ও দরিদ্র খেটে খাওয়া মানুষদের মাঝে কম্বল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টিএমএসএস’র উদ্যোগে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে ফাতেমাতুজ জোহরা (রা.) হাসপাতালে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে শীতবস্ত্রের অভাবে কাউকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে শীতবস্ত্র বিতরণ করছে এবং তা অব্যাহত থাকবে। আয়োজকরা জানান, বীরগঞ্জে ৫০০ শীতার্তের মাঝে কম্বলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেকে একটি করে কম্বল, ২টি ভ্যাসলিন, ২টি ক্রীম, ৩টি প্যান্ট, ২টি শার্ট ও ৩টি মাস্ক পেয়েছেন। আলোচনা শেষে এসব সামগ্রী প্রত্যেকের হাতে তুলে দেন দিনাজপুর-১ আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপাল।

এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস দিনাজপুরের ডমিন প্রধান মো. রেজাউল করিম, ঠাকুরগাঁওয়ের জোন প্রধান মো. ওয়াকিল আহাম্মেদ, ফাতেমাতুজ জোহরা (রা.) হাসপাতালের নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, টিএমএসএস ফাউন্ডেশন অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সৈয়দপুর জোন প্রধান মো. আনোয়ার হোসেন, দিনাজপুর জোন প্রধান মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।