English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ১৯:৩৯

ডোমারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
ডোমারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নীলফামারীর ডোমার উপজেলায় ৫০০ অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডোমার থানা চত্বরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অর্থায়নে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পালের সভাপতিত্বে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা গভর্নর নজরুল ইসলাম শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায়, ক্লাবের সদস্য লায়ন ইউসুফ আলী খান, ইঞ্জিনিয়ার আকরাম, মো. আকবর, কেএম আক্তার, মিজানুর রহমান, মোর্শেদ হোসেন ও সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।