English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ১৮:১৩

দেয়াল ধসে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
দেয়াল ধসে শিশুর মৃত্যু

ভবনের দেয়াল ধসে হ্যাপি আক্তার মিনা (১৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় মদিনা ব্যাচেলর ম্যাচ নামের একটি পুরাতন ভবনের দেয়ার ধসে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় শিশুটির মাসহ ৫ জন। 

নিহত হ্যাপি আক্তার মিনা কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব রাতুলপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে কোনাপাড়া কলাবাগান এলাকার ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। 

আহতরা হলো- নিহতের মা মোসাম্মত রেখা বেগম, চায়ের দোকানদার আলম, সাজ্জাদ হোসেন সাজুসহ আরও দুইজন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ সহকারী পরিচালক আব্দুল আলিম জানান, আশুলিয়ার জিরানী এলাকায় মদিনা ব্যাচেলর ম্যাচ নামের টিনসেডের পুরাতন দেয়াল ভাঙ্গা হচ্ছিলো। এসময় একটি পিলার ধসে পড়লে শিশু মিনা নিহত হয়। সে সময় শিশু মিনা কেক কিনতে মায়ের সাথে চায়ের দোকানে যাচ্ছিলো। এঘটনায় নিহত শিশুর মা সহ আহত হয় অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। 

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো জানান, ভবন মালিকের অসাবধানতায় এধরণের দুর্ঘটনা ঘটল। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।