English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ১৭:১৯

আত্মসমর্পণকারী জঙ্গীকে র‌্যাবের ৫ লাখ টাকা অনুদান

অনলাইন ডেস্ক
আত্মসমর্পণকারী জঙ্গীকে র‌্যাবের ৫ লাখ টাকা অনুদান

আত্মসমর্পণকারী জঙ্গী সদস্য সালাউদ্দিন আহমেদ সুজনকে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৯ম-১২তম লভ্যাংশের টোকেন প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইডি মো. রফিকুল হাসান গনি এ সঞ্চয়পত্র সালাউদ্দিনের হাতে তুলে দেন। 

তিনি জানান, রাজশাহী বাঘা থানার দাঁদপুর গ্রামের হালিম মোল্লার ছেলে সালাউদ্দিন আহমেদ সুজন (৩৪) নিজের ভুল বুঝতে পেরে ২০১৭ সালের ৯ ডিসেম্বর র‌্যাব-১২ কাছে আত্মসমর্পণ করেন। এরপর সালাউদ্দিনকে পুনর্বাসনের জন্য সোনালী ব্যাংক সিরাজগঞ্জ শাখায় তিন বছরের জন্য ৫ লাখ টাকার তিনমাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র খুলে দেন।

ইতিমধ্যে তাকে তিনমাস অন্তর সঞ্চয়পত্রের সকল লভ্যাশ প্রদান করা হয়েছে। গত ১৮ ডিসেম্বর সঞ্চয়পত্রের তিন বছর মেয়াদ পূর্ণ হয়। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে মুল সঞ্চয়পত্রের ৫ লক্ষ টাকা এবং সর্বশেষ ৯ম-১২তম লভ্যাংশের টোকেন সালাউদ্দিনের অভিভাবকের উপস্থিতিতে তাকে প্রদান করা হয়। এ সময় র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।