English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০২১ ০৯:৪৬

বোয়ালমারীতে আচারণ বিধি লঙ্ঘনে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

অনলাইন ডেস্ক
বোয়ালমারীতে আচারণ বিধি লঙ্ঘনে কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

বোয়ালমারী পৌর নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের অপরাধে কাউন্সিলর প্রার্থী বিপ্লব মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে পৌরসভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচারণ বিধি মানা হচ্ছে কিনা তা তদারকিতে মাঠে নামেন আদালত।

আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম সীমা রানী ধর। অভিযানে ১ নং ওয়ার্ড এর পানির বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. বিপ্লব মিয়াকে নিয়মবহির্ভূত পোস্টার লাগানোর জন্য ‘স্থানীয় সরকার ও পৌর আইনের ৯-এর ২১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালক নির্বাহী হাকিম সীমা রানী ধর জানান, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।