English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ২০:১৪

শতবর্ষী পুরানো পুল পুননির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন ডেস্ক
শতবর্ষী পুরানো পুল পুননির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরের আউরা খালের উপর অবস্থিত শতবর্ষী পুরানো লোহার পুলটি পুননির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম ঝালকাঠি জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক আন্দোলন কাঠালিয়া এ কর্মসূচির আয়োজন করেন।

আজ সোমবার সকালে পুল সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের নারী, পুরুষ অংশ নেয়। অংশগ্রহণকারীরা জানান, উপজেলা সদরের সাথে বিভিন্ন গ্রামের বিশেষ করে উপজেলার দক্ষিণ অংশের তিনটি ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন হাট-বাজারে যাতায়াতকারীদের  একমাত্র মাধ্যম শতবর্ষ পুরানো এ লোহার পুলটি। বর্তমানে পুলটি জনসাধারণের পারাপারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পুলের খাম্বা/খুঁটিগুলো এদিক-সেদিক হেলে-দুলে রয়েছে, এমনই নড়বড়ে অবস্থা যে, পুরো পুলটি সাপের মতো আঁকা-বাঁকা অবস্থায় রয়েছে। ভিতরের সিমেন্ট বালু দিয়ে তৈরি পাটাতন ফাঁকা হয়ে গিয়েছে। একসঙ্গে ৫/৭ জন পথচারী পারাপার করতে গেলে পুলটি এদিক-সেদিক হেলে-দুলে যায়। ভয়ে অনেক বৃদ্ধ ও শিশু পুল পারাপার করতে পারছেন না। পুলটি পুননির্মাণ বা সংস্কারে বিলম্ব হলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারে পারাপারকারিরা। অতি ঝুঁকিপূর্ণ এবং অত্যান্ত গুরত্বপূর্ণ জনবহুল উপজেলা সদরের এ পুরোনো পুলটি অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণের দাবি জানান বক্তারা।