English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ২০:০৯

শীতবস্ত্র নিয়ে এতিম শিশুদের পাশে চান্দঁগাও ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
শীতবস্ত্র নিয়ে এতিম শিশুদের পাশে চান্দঁগাও ছাত্রলীগ

চট্টগ্রামে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে চান্দগাঁও থানা ছাত্রলীগ। নগর ছাত্রলীগের আওতাধীন চান্দঁগাও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদের সভাপতিত্বে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু।

সোমবার নগরীর মোহরা শাহ মজিদিয়া, রাশিদিয়া এতিমখানা ও হেফজখানায় কম্বল হস্তান্তর করা হয়। এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ আব্দুল মন্নান ফারুকী, প্রধান শিক্ষক হাফেজ মৌলানা নুরুল কবির, সহকারী শিক্ষক হাফেজ মৌলানা নবী হোসেন, ফোরকানিয়া শিক্ষক মৌলানা ফয়েজ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা দিদারুল হাসান শাহিন, সাগর দাশ, আব্দুল্লা ফয়সাল, বিক্রম বড়ুয়া, সম্রাট বিন নূর, মো. সজিব, ফাহিম শাহ, কাজী তফসীর, সাহাদাত হোসেন আবিদ, মো. হৃদয়, আফতাব উদ্দিন তাহসিন, মো. সাজ্জাদ, মো. মিরাজ, আফতাব উদ্দিন গালিব, সাহেদ আবরার, আমিনুল ইসলাম রোহান, মো.  রোকন, মো. রিপন, ইসতিয়াক গণি, ইফতি জিসান, আরমান অভি, নিশান ঘোষ, আব্দুল্লাহ মো. মহসিন, সামির হোসেন প্রমুখ।