English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ২০:০৭

সিদ্ধিরগঞ্জে জান্নাতুল মাওয়া মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক
সিদ্ধিরগঞ্জে জান্নাতুল মাওয়া মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জান্নাতুল মাওয়া মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া আব্দুর রব সুপার মার্কেট এলাকায় এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (বিএসপি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, জান্নাতুল মাওয়া মসজিদের মোতাওয়াল্লী মো. খলিলুর রহমান ও মসজিদের উপদেষ্টা নোয়াব আলী। 

জান্নাতুল মাওয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রবের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন আলী।