English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ১৯:৩১

খাজনার টাকা আত্মসাতের দায়ে ভূমি কর্মকর্তার জেল

অনলাইন ডেস্ক
খাজনার টাকা আত্মসাতের দায়ে ভূমি কর্মকর্তার জেল

জমির খাজনা বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে ভূমি উপ-সহকারি কর্মকর্তা বেগম আয়শা আক্তারকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে আত্মসাৎকৃত ৯৯ হাজার ৫৬ টাকা জরিমানা হিসেবে ফেরত বা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় প্রদান করেন। দুদক খুলনার পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) বিজন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণাকালে আসামি আয়শা আক্তার আদালতে উপস্থিত ছিলেন। তিনি সর্বশেষ বাগেরহাটের তহসিল অফিসে কর্মরত ছিলেন। 

জানা যায়, ২০১৪-১৫ সালে বাগেরহাট তহসিল অফিসে কর্মরত অবস্থায় আয়শা আক্তার আদায়কৃত জমির খাজনার ৯৯ হাজার ৫৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের সহকারি পরিচালক মাহাতাব উদ্দিন তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এই মামলার আরেক আসামী শেখ মনিরুজ্জামানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।