English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ১৮:১২

‘যদি মারা যাই হাশরের ময়দানে দেখা হবে’

অনলাইন ডেস্ক
‘যদি মারা যাই হাশরের ময়দানে দেখা হবে’

যেকোনো সময় মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘যদি মারা যাই হাশরের ময়দানে দেখা হবে।’

সোমবার বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রুপালী চত্বরে ব্যবসায়ীদের উদ্যোগে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরের সংসদ সদস্য একরামুল কবির চৌধুরী চাকরি বাণিজ্য ও টেন্ডারবাজি নামে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। সে আমাকে ধমকায়, মেরে ফেলার হুমকিতে ভয় দেখিয়ে কি হবে! আমি ভয় পাই না।’

তিনি আরও বলেন, ‘কোম্পানীগঞ্জে আজকে অস্ত্রের ঝনঝনানি চলছে। যে কোনো সময় আমার জীবন বিপন্ন হতে পারে। আমি আপনাদের কবর দেখিয়ে দিয়েছি, আমাকে সেখানে কবর দেবেন। যদি মারা যাই হাশরের ময়দানে দেখা হবে। আমার শেষ কথা হচ্ছে, চামচারা শেখ হাসিনার সকল অর্জন ধ্বংস করে দিচ্ছে।’

বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি নির্বাচনকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছি। তাই তারা একরাম চৌধুরী, ফেনীতে নিজাম হাজারী নোয়াখালীর ডিসি, এসপি, জেলা নির্বাচন অফিসার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। একইসঙ্গে কবিরহাট ও ফেনীতে এক বাড়িতে বসে নির্বাচন বানচাল করার যড়যন্ত্র করছে।’

‘পত্র-পত্রিকাগুলো আমার কথা হুবহু না লিখে এডিট করে আমার কথাগুলো বিকৃত করে প্রকাশ করছে। এগুলো প্রধানমন্ত্রী ও আমাদের মন্ত্রীর নিকট পাঠিয়ে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে’ বলেও অভিযোগ করেন তিনি।