English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ১৬:৩৩

সিদ্ধিরগঞ্জে ১০ হাজার লিটার তেলসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
সিদ্ধিরগঞ্জে ১০ হাজার লিটার তেলসহ গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জে তেলের গোডাউন থেকে ১০ হাজার লিটার জ্বালানী তেলসহ জাহাঙ্গীর আলম (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাত ১১টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আটি ছাপাখানা এলাকায় ফার্নিশ তেলের হাউজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত ১টি তেলের ট্যাংকার ট্রাক জব্দ করে র‌্যাব-১১ এর সদস্যরা। 

সোমবার র‌্যাব-১১'র অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন (পিপিএম) চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। উক্ত ডিপো থেকে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে মাটির নিচে ৫০ থেকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার তেলের হাউজ তৈরি করে চোরাই ফার্নিশ তেল গোডাউনে মজুদ করা হয়। সেই তেল রাতের আঁধারে ট্যাংকলরিতে করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রয় করা হয়।