English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ২০:৫৩

বরিশাল সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

অনলাইন ডেস্ক
বরিশাল সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এই ডিজিটাল ম্যারাথনের আয়োজন করে। 

রবিবার বিকেল ৩টায় বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ম্যারাথনের উদ্বোধন করেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশাল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এনডিসি পিএসসি। 

২৮ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ও ৬৬ ইস্ট বেঙ্গলের পরিচালনায় সেনানিবাসের মাল্টিপারপাস হল চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি একই জায়গায় শেষ হয়। ডিজিটাল ম্যারাথনের উদ্বোধনী দিনে ৫ কিলোমিটার প্রদক্ষিন করেন অংশগ্রহনকারীরা। ৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তা পর্যায়ের ৫০০ সদস্য এই ম্যারাথনে অংশগ্রহণ করেন।