English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ২০:৪৯

রমনার বটমূলে বোমা হামলা মামলার আপিল শুনানি ১৪ মার্চ

অনলাইন ডেস্ক
রমনার বটমূলে বোমা হামলা মামলার আপিল শুনানি ১৪ মার্চ

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিচারিক (নিম্ন) আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল আবেদন শুনানির জন্য আগামী ১৪ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।

শুনানির জন্য কার্যতালিকায় (কজলিস্টে) থাকা আপিল আবেদনের বিষয়ে রবিবার (১০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। অন্যদিকে, আসামিপক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির।

এ মামলায় বিচারিক আদালত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ আটজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মুফতি আব্দুল হান্নান, মাওলানা আকবর হোসেন, আরিফ হাসান সুমন, মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে মাওলানা হাফেজ সেলিম হাওলাদার, মাওলানা আবদুল হাই ও মাওলানা শফিকুর রহমান।