English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ২০:৪৯

সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি

অনলাইন ডেস্ক
সিলেট কারাগারে কয়েদির আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি

সিলেট কেন্দ্রীয় কারাগারে রুবেল মিয়া নামের এক কয়েদির আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট এই কমিটি আজ রবিবার থেকে তদন্ত কাজ শুরু করেছে। 

এছাড়া কয়েদির আত্মহত্যার ঘটনার দায়িত্বে অবহেলায় এক কারারক্ষীকে বহিষ্কার ও দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, কুমিল্লা জেলার লাকসামের হাশেম মিয়ার ছেলে রুবেল মিয়া ২০১৬ সাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছিলেন। একটি হত্যা মামলায় তিনি ৩০ বছরের দণ্ডপ্রাপ্ত কয়েদি। গত শুক্রবার রাতে কারাগারে নিজ সেলের ভেতর আত্মহত্যা করেন রুবেল। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার আব্দুল জলিল জানান, কয়েদির আত্মহত্যার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি প্রিজন্স কামাল হোসেন কমিটির প্রধান। কমিটিতে একজন জেলা সুপার ও একজন ডেপুটি জেলার রয়েছেন।

তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার কারণে এক কারারক্ষীকে বহিষ্কার করা হয়েছে। আরও দুজনের বিরুদ্ধে করা হয়েছে বিভাগীয় মামলা।