English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ১৭:৫২

চৌদ্দগ্রামে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
চৌদ্দগ্রামে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা মিলে চাঁদা তুলে প্রতিবন্ধী ও এতিমদের শীতবস্ত্র প্রদান করেছেন। বন্ধুদের উদ্যোগে এই শীতবস্ত্র প্রদান করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ (সিইউডিপিডিসি) প্রতিবন্ধীদের মাঝে, ফাল্গুন করা তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, চিওড়া এতিমখানাসহ চৌদ্দগ্রামের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইমরান হোসেন পাটোয়ারী, মো. ইলিয়াছ জাবেদ খন্দকার, ইমন খাঁন, সোহেল ভূঁইয়া, মো. সাইফুল ইসলাম, মো. টিপু, ডা. ইউসুফ, মো. ইসমাইল হোসেন পাটোয়ারী, মো. আব্দুল আহাদ, নাজমুল হাসান চৌধুরী কামাল, এমরান হোসেন, রিয়াজ উদ্দিন তুষার এবং মো. মিজানুর রহমান আকাশ।