English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০২১ ১৫:০৮

বরগুনায় বাবাকে পেটানোয় ছেলে আটক

অনলাইন ডেস্ক
বরগুনায় বাবাকে পেটানোয় ছেলে আটক

বরগুনায় বাবা ইউসুফ আলী সিকদারকে (৭৫) নির্যাতন করায় ছেলে ইব্রাহিমকে (৩২) আটক করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে তালতলী থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায়, ছেলের দখলে থাকা মেয়ের জমির ধান চাইতে গেলে ইব্রাহিম তার বাবা ইউসুফ সিকদারকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে গ্রামবাসী উদ্ধার করে তালতলী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে হতভাগ্য ওই পিতা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ইউসুফ আলী সিকদারের মেয়ে আয়শা তালতলী থানায় একটি অভিযোগ দাখিল করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ইব্রাহিমকে আটক করে।