English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০২১ ২০:১৩

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

অনলাইন ডেস্ক
রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। অবতরণের সময় বিমানটির চাকা ফেটে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

শনিবার দুপুরে সোয়া ৩টার দিকে বিমানবন্দরে প্রশিক্ষণ চলাকালে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

রাজশাহী এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান (এস-২এএফ) উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি স্থানে এসে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরবর্তীতে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে যায়।

তিনি বলেন, গ্লাক্সি ফ্লাইং একাডেমির চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই বিমানটির চালক হিসেবে ছিলেন। এছাড়াও তার সাথে একজন প্রশিক্ষণার্থী রায়হান গফুরসহ দুইজন অবস্থান করছিলেন। তারা তিনজনই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান।

বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন জানান, প্রশিক্ষণ বিমানটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। বিমানে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন। কি কারণে দুর্ঘটনা হলো তা জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন।