English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০২১ ২০:০৩

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

জয়পুরহাট পৌর শহরে সাগর পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় হিরো হোসেন (৪৫)  নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।   শনিবার সন্ধ্যার আগে এ দূর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত হিরো হোসেন জয়পুরহাট পৌর শহরের পূর্ব জানিয়ার বাগান এলাকার মৃত হাতেম আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে সাগর পাড়া রেলগেট এলাকা দিয়ে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। সে সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ওসি আলমগীর জাহান বলেন, স্থানীয়দের খবরে জয়পুরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।