English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০২১ ২০:০০

মানিকগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
মানিকগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জে গলায় ফাঁস দিয়ে জিয়াসমিন আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কুশাভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জিয়াসমিন ওই গ্রামের কৃষক সোহরাব হোসেনের মেয়ে। সে স্থানীয় কাটিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর খান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিজ ঘর থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।