English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০২১ ২১:৪৭

চসিক নির্বাচন; নৌকার পক্ষে লিফলেট বিতরণে যুবলীগ নেতারা

অনলাইন ডেস্ক
চসিক নির্বাচন; নৌকার পক্ষে লিফলেট বিতরণে যুবলীগ নেতারা

চসিক নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই যুবলীগ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা চসিক নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে একযোগে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় ও নগর যুবলীগের নেতারা। তাছাড়া নৌকার পক্ষে কয়েকটি ওয়ার্ডে যুবলীগের পৃথক প্রচারণাও করেছেন।

শুক্রবার জুমার নামাজের নেতাদের উপস্থিতিতেই দামপাড়ার জমিতুল ফালাহ মসজিদে এ কর্মসূচীর উদ্বোধন করেন বলে জানান মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।

জানা যায়, ঐক্যের মিশন নিয়ে চসিক নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন কেন্দ্রীয় ও নগর যুবলীগের নেতারা। এর আগে নগর যুবলীগ নেতারা দুই গ্রুপে থেকে কর্মকাণ্ড পরিচালনা করতেন। এতে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে একই কাতারে ফিরে আসেন।  এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মো. বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক, মহানগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, কেন্দ্রীয় যুবলীগ নেতা নাছির উদ্দিন মিন্টু, নগর যুবলীগ সদস্য আকবর হোসেন, একরাম হোসেন, সাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহমেদ, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম, শেখ নাছির আহমেদ, জাবেদ খান, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।