English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০২১ ২০:২১

স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে আত্মহত্যা করেছেন স্বামী।

বুধবার উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের তবকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া (২৫) ওই গ্রামের বক্তার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শাকিলের সঙ্গে দীর্ঘ দিন ধরে তার স্ত্রীর ঝগড়া বিবাদ চলে আসছিলো। এ কারণেই হয়তো বা দুশ্চিন্তায় সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

ওসি বলেন, নিহত শাকিলের প্রথম স্ত্রী চলে যায়। পরে আবার দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রীও ৬ মাস আগে চলে যায়। মানসিক দুশ্চিন্তার কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়াও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।