English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০২১ ২০:০৮

ঠাকুরগাঁওয়ে এবার ব্যাপকহারে চলছে আলু চাষ

অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁওয়ে এবার ব্যাপকহারে চলছে আলু চাষ

ঠাকুরগাঁওয়ের গ্রামে গ্রামে এখন ব্যাপকহারে চলছে আলু চাষ। অন্যান্য যে কোনও বছরের তুলনায় এবার আলু চাষ হবে অনেক বেশি। গত বছরের আবাদের তুলনায় এবার লক্ষ্যমাত্রা বেশি ধরা হলেও কৃষক যেভাবে আলুর আবাদ করছে তাতে এই লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।

বাজারে আলুর দাম বেশি হওয়ায় ও বীজ ও সার সংকট না থাকায় কৃষক আলু চাষে বেশি করে ঝুঁকেছে। যারা আগাম আলু লাগিয়েছেন, তারা এখন ব্যস্ত আলু ক্ষেত পরিচর্যায়।

ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন জানান, ঠাকুরগাঁও জেলায় গত বছর ২৫ হাজার ১২৫ হেক্টরে আলু চাষ হয়েছিল। এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৫৯১ হেক্টরে। তবে কৃষক যে হারে আলু লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাতে আলু আবাদ ৩০ হাজার হেক্টর ছাড়িয়ে যেতে পারে। অথচ অতীতে জেলায় ৬-৭ হাজার হেক্টরের বেশি জমিতে আলু আবাদ হয়নি।