English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০২১ ১৬:৫৩

ডেমরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক
ডেমরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আলতাফ হোসেন সেলিম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, আলতাফ হোসেন ডেমরা বাজার এলাকায় থাকেন। তিনি পেশায় কিছু করতেন না। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে তিনি হাঁটতে বের হন। স্টাফ কোয়ার্টার ও চৌরাস্তার মধ্যবর্তী রাস্তায় হাঁটার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

এসআই মো. শাহজাহান জানান, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।