English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০২১ ০৯:৩৮

ফেনীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা!

অনলাইন ডেস্ক
ফেনীতে টিকটক ভিডিও বানাতে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা!

টিকটকের জন্য ভিডিও ক্লিপ বানাতে গিয়ে ফেনীতে মোহাম্মদ মহিউল (২১) ও মোহাম্মদ ফায়েল (২১) নামে দুই যুবক গুরতর আহত হয়েছেন। মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাতে ফেনী শহরতলীর পাঁছগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহিউল দাগুনভুইয়া উপজেলার সেকান্তরপুরের রফিকুল ইসলাম এর ছেলে আর ফায়েল সিন্দুরপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, টিকটক ভিডিও ক্লিপ করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিক্সার সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনতু চক্রবর্তী জানান, আহতদের মধ্যে মহিউল এর মাথায় ও হাতে আঘাতের পরিমাণ বেশি ও ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আরোহী ফায়েলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।