English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ২২:০৪

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির আনন্দ র‌্যালি

অনলাইন ডেস্ক
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির আনন্দ র‌্যালি

সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্যদের পরিচিতি সভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেণ কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু। 

সাধারণ সম্পাদক মো.মহসিন রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক হাসান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক আখি আলম রকি ও দপ্তর সম্পাদক আরিফ হাসান বাপ্পীসহ অন্যান্যরা। 

সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু বলেন, আমরা পরিচিতি সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বর্তমান সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওই র‌্যালিটি করেছি।