English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২১ ১৩:৩৩

লড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
লড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ টানার লড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নবী হোসেন (৪৮) উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবী হোসেনসহ ৩ জন মোটরসাইকেলযোগে রাত সাড়ে ১০টার দিকে গফরগাঁও থেকে ভালুকা যাওয়ার পথে হাটুরিয়া এলাকায় গাছ টানার লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নবী হোসেনের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মোটরসাইকেলের অপর দুই আরোহী।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গফরগাঁও থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।